মাসানোবোফুকোওকা - কফিল আহমেদ (Masanobofukuoka - Kafil Ahmed)

পাখিটার কথা বলি যে কারন,
আমাদেরও ডানা কাটা,
গরুটার কথা বলি যে কারন,
আমাদেরও চোখ বাঁকা...

মাসানোবোফুকোওকা,
মাসানোবোফুকোওকা,
মাসানোবোফুকোওকা,
মাসানোবোফুকোওকা...

কতো বৃষ্টি বাদলা মন উতলা
ভিজেনা তো কোনো ছায়া
আলোছায়াবনে ভাঙা ডালে দেখো
ছোটোফুল কতো একা...

এই বৃষ্টি বাদলা মন উতলা
ভিজেনা তো কোনো ছায়া
আলোছায়াবনে ভাঙা ডালে দেখো
ছোটোফুল কতো একা...

মাসানোবোফুকোওকা,
মাসানোবোফুকোওকা,
মাসানোবোফুকোওকা,
মাসানোবোফুকোওকা...

ছবিটার কথা বলি না কারন
ছবিটা তো শুধু আঁকা!
ছবিটা কি শুধু আঁকা!
তুমি আমি যদি এতো ফাঁকা
তবে ছবিটারে কেনো রাখা!
 
মাসানোবোফুকোওকা,
মাসানোবোফুকোওকা,
মাসানোবোফুকোওকা,
মাসানোবোফুকোওকা...

কতো মরিচ ফুলের মরিচা জ্বেলেছি
মরীচিকা কি আলোটা!
লাগে মরীচিকা কি আলোটা!

পাখা ঝাঁপটায়ে পাখা ঝাঁপটায়ে
ভাঙা তো যায় না খাঁচাটা
পাখা ঝাঁপটায়ে পাখা ঝাঁপটায়ে
ডাকি লাল মোরগের ডাকটা!

মাথা নত না করা,
মাথা নত না করা,
মাথা নত না করা,
মাসানোবোফুকোওকা!

এই পাখিটার কথা বলি যে কারন,
আমাদেরও ডানা কাটা,
গরুটার কথা বলি যে কারন,
আমাদেরও চোখ বাঁকা...

আহা মাথা নত না করা,
মাথা নত না করা,
মাথা নত না করা,
মাসানোবোফুকোওকা!

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. গানটার কথা গুলা জোস ❤️❤️

    এরকম আরো নতুন বাংলা গানের লিরিক্স পেতে এখনই ভিজিট করুন

    বাংলা গানের লিরিক্স

    ReplyDelete
  3. অনাথ
    ব্যান্ড: আভাস
    লিরিক : শাওন,নিহন
    সুর,কম্পোজিশন : শাওন, আভাস
    কথা ছিল প্রাণ সমতার সব বেধেঁছিল হাত বুঝে কলরব,

    শুদ্ধ শান্ত মমতার ভীড়ে

    নবপ্রাণ শিশু কোমল আধাঁরে

    খোলা জানালার ফিকে রোদ্দুরে,

    জীবনের কথা বলা।

    প্রাণ সংশয় ভয় তার চোখে,

    ক্ষমতাহীন একা তার শুরু

    ভুলে গেছি প্রান সমতার দিন

    নেই কেঁদে ফুলে ওঠা চোখ তার

    সেই কথা ভুলে ওঠা কবেকার,

    বুক চেরা যত হাহাকার দিয়ে

    যাপিছে জীবন অনাহার ।

    তবে ফিরে এসে তুমি অবতার

    তুলে নিয়ে গেছো যত অনাচার,

    স্বপ্ন বুননে স্বআশার......

    অনাথের কেউ নেই,

    হতাশার চাদরে ঘুমহীন আঁধার ।

    বঞ্চিত সব কিছুতেই

    হাহাকার চিৎকার আছে

    পাশে কেউ নেই,

    শূন্য নিথর আজ পৃথিবী তাহার

    আদরের বুকেতেই বেঁধে রাখা

    অনাদর অবহেলা নয়

    ডোরে শিয়রেই,

    দয়াময় স্রষ্টায় দুখ ভোলা আমি সেই,

    পূর্ণ ধরায় আজ মিনতি যাহার,

    ভুল ভ্রান্তির উৎসব থেমে যাক,

    ছায়ামরু মহাপুরুষের

    ভালোবাসা আবার।

    বেঁধে রেখো স্বপ্ন আশায়,

    তোমাদের বুকে আজ থাক

    নতশিরে সকলে এগিয়ে

    ভালোবাসা জয়,

    দুহাত দেই বাড়িয়ে,

    বঞ্চিত সব কিছুতেই .......

    ভালোবাসার ডোরে ।

    খুঁজে পাবে এই পৃথিবীর ভালোবাসা,

    অবিচার সব থেমে থাক,

    ছুঁড়ে শূন্য স্বপ্নসম হতাশার ।

    পড়ে থাক অজানায়......

    অনাথের কেউ নেই,

    বঞ্চিত সব কিছুতেই .......
    বাংলা সব ধরণের গান পেতে আমাদের সাথেই থাকুন

    ReplyDelete

Post a Comment