ভালোবাসা বাকি - পপাই(Valobasa Baki - Popeye)

কিছুক্ষন থেকে যাও, যেও না এখনি,
তোমাকে দু'চোখ ভরে, দেখার আরো যে বাকি...
কাছে এসে জড়িয়ে ধরা বাকি,
ভালোবাসি তোমাকে, বলা বাকি,
যত ব্যথা তোমার নিজের করা বাকি,
এ জীবন তোমার নামে লেখা বাকি...

যখনি তুমি কাছে, সময় কাটে হেসে, লাগে জানালা তুমি, বদ্ধ এই মনে
বিষণ্ণতা কেটে যায় তোমারি ছোঁয়ায়, যে ছোঁয়া আমার আরও চাওয়া বাকি,
একি সাথে সকাল দেখা বাকি,
সাগর তরে মিলে ভেজা বাকি,
যত কথা তোমার বলার, শোনা বাকি,
এ জীবন তোমার নামে করা বাকি...

রাঙ্গালে তুমি আবার ভালোবাসায়, মৃত প্রায় হৃদয়টাকে,
দেখালে স্বপ্ন সেসব, হয়নি সাহস কখনো দেখার আগে...
ছড়িয়ে দিলে আলো, ছিল আধারে যত,
তুমি এসে, তুমি হেসে পেয়ে তোমাকে
এত অপেক্ষা শেষে বলো,
আড়াল চোখের করি কি করে?

এখনোত, হাতে ধরা বাকি,
একি সাথে বিকেল হাটা বাকি,
চোখে চোখে, কথা বোঝা বাকি,
এ জীবন তোমার...
এ জীবন তোমার...
এ জীবন তোমার... নামে করা বাকি...

Comments

  1. কিছুক্ষন থেকে যাও, যেও না এখনি, 
    তোমাকে দু'চোখ ভরে, দেখার আরো যে বাকি... 
    কাছে এসে জড়িয়ে ধরা বাকি, 
    ভালোবাসি তোমাকে, বলা বাকি, 
    যত ব্যথা তোমার নিজের করা বাকি, 
    এ জীবন তোমার নামে লেখা বাকি...
    যখনি তুমি কাছে, সময় কাটে হেসে, লাগে জানালা তুমি, বদ্ধ এই মনে
    বিষণ্ণতা কেটে যায় তোমারি ছোঁয়ায়, যে ছোঁয়া আমার আরও চাওয়া বাকি, 
    একি সাথে সকাল দেখা বাকি, 
    সাগর তরে মিলে ভেজা বাকি, 
    যত কথা তোমার বলার, শোনা বাকি, 
    এ জীবন তোমার নামে করা বাকি...
    রাঙ্গালে তুমি আবার ভালোবাসায়, মৃত প্রায় হৃদয়টাকে,
    দেখালে স্বপ্ন সেসব, হয়নি সাহস কখনো দেখার আগে... 
    ছড়িয়ে দিলে আলো, ছিল আধারে যত,
    তুমি এসে, তুমি হেসে পেয়ে তোমাকে 
    এত অপেক্ষা শেষে বলো,
    আড়াল চোখের করি কি করে?
    এখনোত, হাতে ধরা বাকি, 
    একি সাথে বিকেল হাটা বাকি,
    চোখে চোখে, কথা বোঝা বাকি,
    এ জীবন তোমার...
    এ জীবন তোমার...
    এ জীবন তোমার... নামে করা বাকি...


    ReplyDelete
  2. অনাথ
    ব্যান্ড: আভাস
    লিরিক : শাওন,নিহন
    সুর,কম্পোজিশন : শাওন, আভাস
    কথা ছিল প্রাণ সমতার সব বেধেঁছিল হাত বুঝে কলরব,

    শুদ্ধ শান্ত মমতার ভীড়ে

    নবপ্রাণ শিশু কোমল আধাঁরে

    খোলা জানালার ফিকে রোদ্দুরে,

    জীবনের কথা বলা।

    প্রাণ সংশয় ভয় তার চোখে,

    ক্ষমতাহীন একা তার শুরু

    ভুলে গেছি প্রান সমতার দিন

    নেই কেঁদে ফুলে ওঠা চোখ তার

    সেই কথা ভুলে ওঠা কবেকার,

    বুক চেরা যত হাহাকার দিয়ে

    যাপিছে জীবন অনাহার ।

    তবে ফিরে এসে তুমি অবতার

    তুলে নিয়ে গেছো যত অনাচার,

    স্বপ্ন বুননে স্বআশার......

    অনাথের কেউ নেই,

    হতাশার চাদরে ঘুমহীন আঁধার ।

    বঞ্চিত সব কিছুতেই

    হাহাকার চিৎকার আছে

    পাশে কেউ নেই,

    শূন্য নিথর আজ পৃথিবী তাহার

    আদরের বুকেতেই বেঁধে রাখা

    অনাদর অবহেলা নয়

    ডোরে শিয়রেই,

    দয়াময় স্রষ্টায় দুখ ভোলা আমি সেই,

    পূর্ণ ধরায় আজ মিনতি যাহার,

    ভুল ভ্রান্তির উৎসব থেমে যাক,

    ছায়ামরু মহাপুরুষের

    ভালোবাসা আবার।

    বেঁধে রেখো স্বপ্ন আশায়,

    তোমাদের বুকে আজ থাক

    নতশিরে সকলে এগিয়ে

    ভালোবাসা জয়,

    দুহাত দেই বাড়িয়ে,

    বঞ্চিত সব কিছুতেই .......

    ভালোবাসার ডোরে ।

    খুঁজে পাবে এই পৃথিবীর ভালোবাসা,

    অবিচার সব থেমে থাক,

    ছুঁড়ে শূন্য স্বপ্নসম হতাশার ।

    পড়ে থাক অজানায়......

    অনাথের কেউ নেই,

    বঞ্চিত সব কিছুতেই .......
    বাংলা সব ধরণের গান পেতে আমাদের সাথেই থাকুন

    ReplyDelete

Post a Comment