পৃথিবীটা নাকি ছোট হতে হতে - মহীনের ঘোড়াগুলি (Prithibita Naki Choto Hote Hote - Mohiner Ghoraguli)

পৃথিবীটা নাকি ছোট হতে হতে,
স্যাটেলাইট আর কেবলের হাতে,
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী...

ঘরে বসে সারা দুনিয়ার সাথে,
যোগাযোগ আজ হাতের মুঠোতে,
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি...

ভেবে দেখেছো কী,
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারো দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

সারি সারি মুখ আসে আর যায়,
নেশাতুর চোখ টিভি পর্দায়,
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি...

পাশাপাশি বসে একসাথে দেখা,
একসাথে নয় আসলে যে একা,
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি...

ভেবে দেখেছো কী,
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারো দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

স্বপ্ন বেচার চোরাকারবার,
জায়গাতো তো নেই তোমার আমার,
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বঙ্গী...

তার চেয়ে এসো খোলা জানালায়,
পথ ভুল করে কোন রাস্তায়,
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী...

ভেবে দেখেছো কী,
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারো দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

Comments

  1. So cute This Song>>> Boss James>>> Na jane Koi

    ReplyDelete
  2. Something that goes beyond any word

    ReplyDelete
  3. তোমার আমার ফারাকের নয়া ফন্দি

    ReplyDelete
  4. Excellent lyrics. Durdanto.👍👏👏

    ReplyDelete
  5. নগনবাওল জেমস এর গাওয়া 'না জানে কইয়ি" গানের সুর করা এই গানে।গানটি অসাধারণ।

    ReplyDelete
    Replies
    1. Actually it's the opposite. This song is recorded in 1995, and composed even earlier.

      Delete
  6. ভালো লাগে যতবার সাননে আসে।।

    ReplyDelete
  7. অনাথ
    ব্যান্ড: আভাস
    লিরিক : শাওন,নিহন
    সুর,কম্পোজিশন : শাওন, আভাস
    কথা ছিল প্রাণ সমতার সব বেধেঁছিল হাত বুঝে কলরব,

    শুদ্ধ শান্ত মমতার ভীড়ে

    নবপ্রাণ শিশু কোমল আধাঁরে

    খোলা জানালার ফিকে রোদ্দুরে,

    জীবনের কথা বলা।

    প্রাণ সংশয় ভয় তার চোখে,

    ক্ষমতাহীন একা তার শুরু

    ভুলে গেছি প্রান সমতার দিন

    নেই কেঁদে ফুলে ওঠা চোখ তার

    সেই কথা ভুলে ওঠা কবেকার,

    বুক চেরা যত হাহাকার দিয়ে

    যাপিছে জীবন অনাহার ।

    তবে ফিরে এসে তুমি অবতার

    তুলে নিয়ে গেছো যত অনাচার,

    স্বপ্ন বুননে স্বআশার......

    অনাথের কেউ নেই,

    হতাশার চাদরে ঘুমহীন আঁধার ।

    বঞ্চিত সব কিছুতেই

    হাহাকার চিৎকার আছে

    পাশে কেউ নেই,

    শূন্য নিথর আজ পৃথিবী তাহার

    আদরের বুকেতেই বেঁধে রাখা

    অনাদর অবহেলা নয়

    ডোরে শিয়রেই,

    দয়াময় স্রষ্টায় দুখ ভোলা আমি সেই,

    পূর্ণ ধরায় আজ মিনতি যাহার,

    ভুল ভ্রান্তির উৎসব থেমে যাক,

    ছায়ামরু মহাপুরুষের

    ভালোবাসা আবার।

    বেঁধে রেখো স্বপ্ন আশায়,

    তোমাদের বুকে আজ থাক

    নতশিরে সকলে এগিয়ে

    ভালোবাসা জয়,

    দুহাত দেই বাড়িয়ে,

    বঞ্চিত সব কিছুতেই .......

    ভালোবাসার ডোরে ।

    খুঁজে পাবে এই পৃথিবীর ভালোবাসা,

    অবিচার সব থেমে থাক,

    ছুঁড়ে শূন্য স্বপ্নসম হতাশার ।

    পড়ে থাক অজানায়......

    অনাথের কেউ নেই,

    বঞ্চিত সব কিছুতেই .......
    বাংলা সব ধরণের গান পেতে আমাদের সাথেই থাকুন

    ReplyDelete

Post a Comment