শ্লোক - ব্ল্যাক (Shlok - Black)

আমাদের যেখানে যেতে ইচ্ছে করে,
সে স্বপ্ন টা মুছে দিলে,
কেউ মুখোশ পড়বেনা...

নিজের ছায়ার বাহিরে যাওয়া যায় না,
এটা মেনে নিলে নির্ঘুম রাত কাটবেনা...

কার জলে ভাসাতে গেলে ফুল?
কার চোখে হয়েছো নিঃস্ব?
কেনো স্বীকার করো,
দুঃখ সব চেতনার মূল?

তোমার ক্যানভাসের ঐ নীল আর সাদা,
অস্তিত্বে বিঁধে থাকে বিপর্যস্ত স্মৃতি...
এসব ই পেয়ে যাবে অন্য দিনের কেউ,
তবুও আজ রাতে যেতে চাও জ্যোৎস্নার বনে...

কার জলে ভাসাতে গেলে ফুল?
কার চোখে হয়েছো নিঃস্ব?
কেনো স্বীকার করো,
দুঃখ সব চেতনার মূল?

Comments