হাসিমুখ - শিরোনামহীন (Hasimukh - Shironamhin)

প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা...

তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই...

রোদ উঠে গেছে তোমাদের নগরীতে,
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়,
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই...

তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই...

হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়,
অনেক আজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়,
রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে
নাগরিক জানালা হাসিমুখে একাকার...

আনন্দ উৎসব চেনাচেনা সবখানে,
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদুর বহুদুর যেতে চাই…

Comments

  1. অনাথ
    ব্যান্ড: আভাস
    লিরিক : শাওন,নিহন
    সুর,কম্পোজিশন : শাওন, আভাস
    কথা ছিল প্রাণ সমতার সব বেধেঁছিল হাত বুঝে কলরব,

    শুদ্ধ শান্ত মমতার ভীড়ে

    নবপ্রাণ শিশু কোমল আধাঁরে

    খোলা জানালার ফিকে রোদ্দুরে,

    জীবনের কথা বলা।

    প্রাণ সংশয় ভয় তার চোখে,

    ক্ষমতাহীন একা তার শুরু

    ভুলে গেছি প্রান সমতার দিন

    নেই কেঁদে ফুলে ওঠা চোখ তার

    সেই কথা ভুলে ওঠা কবেকার,

    বুক চেরা যত হাহাকার দিয়ে

    যাপিছে জীবন অনাহার ।

    তবে ফিরে এসে তুমি অবতার

    তুলে নিয়ে গেছো যত অনাচার,

    স্বপ্ন বুননে স্বআশার......

    অনাথের কেউ নেই,

    হতাশার চাদরে ঘুমহীন আঁধার ।

    বঞ্চিত সব কিছুতেই

    হাহাকার চিৎকার আছে

    পাশে কেউ নেই,

    শূন্য নিথর আজ পৃথিবী তাহার

    আদরের বুকেতেই বেঁধে রাখা

    অনাদর অবহেলা নয়

    ডোরে শিয়রেই,

    দয়াময় স্রষ্টায় দুখ ভোলা আমি সেই,

    পূর্ণ ধরায় আজ মিনতি যাহার,

    ভুল ভ্রান্তির উৎসব থেমে যাক,

    ছায়ামরু মহাপুরুষের

    ভালোবাসা আবার।

    বেঁধে রেখো স্বপ্ন আশায়,

    তোমাদের বুকে আজ থাক

    নতশিরে সকলে এগিয়ে

    ভালোবাসা জয়,

    দুহাত দেই বাড়িয়ে,

    বঞ্চিত সব কিছুতেই .......

    ভালোবাসার ডোরে ।

    খুঁজে পাবে এই পৃথিবীর ভালোবাসা,

    অবিচার সব থেমে থাক,

    ছুঁড়ে শূন্য স্বপ্নসম হতাশার ।

    পড়ে থাক অজানায়......

    অনাথের কেউ নেই,

    বঞ্চিত সব কিছুতেই .......
    বাংলা সব ধরণের গান পেতে আমাদের সাথেই থাকুন

    ReplyDelete

Post a Comment