তোমায় দিলাম - মহীনের ঘোড়াগুলি (Tomay Dilam - Mohiner Ghoraguli)

শহরের উষ্ণতম দিনে,
পিচগলা রোদ্দুরে,
বৃষ্টির বিশ্বাস,
তোমায় দিলাম আজ...

আর কী বা দিতে পারি?
পুরনো মিছিলের পুরনো ট্রামেদের সারি...
ফুটপাথ ঘেঁষা বেলুন গাড়ি...
সুতো বাঁধা যত লাল আর সাদা,
ওরাই আমার থতমত এই শহরে...
রডোডেনড্রন
তোমায় দিলাম আজ...

কি আছে আর,
গভীর রাতের নিয়ন আলোয়?
আলোকিত যত রেস্তোঁরা?
সব থেকে উঁচু ফ্ল্যাটবাড়িটার
সব থেকে উঁচু ছাদ?
তোমায় দিলাম আজ...

পারবোনা দিতে,
ঘাস ফুল আর ধানের গন্ধ,
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ...
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস,
তোমায় দিলাম আজ...

শহরের কবিতার ছবি সবই,
তোমায় দিলাম আজ...

তোমায় দিলাম...
তোমায় দিলাম...
তোমায় দিলাম...

Comments

  1. Neel sagore lyrics ta khub dorkar

    ReplyDelete
    Replies
    1. নীল সাগরে
      অতল গভীরে
      গাঙচিক ওড়ে আর কত গান গায়
      তোমার আকাশে আমার মনের পাখি
      অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
      তোমার আকাশে আমার মনের পাখি
      অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়
      নীল সাগরে
      অতল গভীরে
      গাঙচিক ওড়ে আর কত গান গায়
      তোমার আকাশে আমার মনের পাখি
      অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
      তোমার আকাশে আমার মনের পাখি
      অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়

      রঙিন আতশবাজি, ছোট ছোট স্মৃতি সব
      ভীড় করে আকাশে, আবার মিলায়
      হায় হায় দিন যায়, রাত যায় সব যায়
      তবু আমি বসে থাকি তোমার আশায়..
      রঙিন আতশবাজি, ছোট ছোট স্মৃতি সব
      ভীড় করে আকাশে, আবার মিলায়
      হায় হায় দিন যায়, রাত যায় সব যায়
      তবু আমি বসে থাকি তোমার আশায়..

      নীল সাগরে
      অতল গভীরে
      গাঙচিল ওড়ে আর কত গান গায়
      তোমার আকাশে আমার মনের পাখি
      অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
      তোমার আকাশে আমার মনের পাখি
      অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
      তোমার আকাশে আমার মনের পাখি
      অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।

      Delete
  2. অনাথ
    ব্যান্ড: আভাস
    লিরিক : শাওন,নিহন
    সুর,কম্পোজিশন : শাওন, আভাস
    কথা ছিল প্রাণ সমতার সব বেধেঁছিল হাত বুঝে কলরব,

    শুদ্ধ শান্ত মমতার ভীড়ে

    নবপ্রাণ শিশু কোমল আধাঁরে

    খোলা জানালার ফিকে রোদ্দুরে,

    জীবনের কথা বলা।

    প্রাণ সংশয় ভয় তার চোখে,

    ক্ষমতাহীন একা তার শুরু

    ভুলে গেছি প্রান সমতার দিন

    নেই কেঁদে ফুলে ওঠা চোখ তার

    সেই কথা ভুলে ওঠা কবেকার,

    বুক চেরা যত হাহাকার দিয়ে

    যাপিছে জীবন অনাহার ।

    তবে ফিরে এসে তুমি অবতার

    তুলে নিয়ে গেছো যত অনাচার,

    স্বপ্ন বুননে স্বআশার......

    অনাথের কেউ নেই,

    হতাশার চাদরে ঘুমহীন আঁধার ।

    বঞ্চিত সব কিছুতেই

    হাহাকার চিৎকার আছে

    পাশে কেউ নেই,

    শূন্য নিথর আজ পৃথিবী তাহার

    আদরের বুকেতেই বেঁধে রাখা

    অনাদর অবহেলা নয়

    ডোরে শিয়রেই,

    দয়াময় স্রষ্টায় দুখ ভোলা আমি সেই,

    পূর্ণ ধরায় আজ মিনতি যাহার,

    ভুল ভ্রান্তির উৎসব থেমে যাক,

    ছায়ামরু মহাপুরুষের

    ভালোবাসা আবার।

    বেঁধে রেখো স্বপ্ন আশায়,

    তোমাদের বুকে আজ থাক

    নতশিরে সকলে এগিয়ে

    ভালোবাসা জয়,

    দুহাত দেই বাড়িয়ে,

    বঞ্চিত সব কিছুতেই .......

    ভালোবাসার ডোরে ।

    খুঁজে পাবে এই পৃথিবীর ভালোবাসা,

    অবিচার সব থেমে থাক,

    ছুঁড়ে শূন্য স্বপ্নসম হতাশার ।

    পড়ে থাক অজানায়......

    অনাথের কেউ নেই,

    বঞ্চিত সব কিছুতেই .......
    বাংলা সব ধরণের গান পেতে আমাদের সাথেই থাকুন

    ReplyDelete

Post a Comment