খাঁচার ভেতর অচিন পাখি - লালন (Khachar Vitor Ochin Pakhi - Lalon)

খাঁচার ভেতর অচিন পাখি,
ক্যামনে আসে যায়?

তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়...
ক্যামনে আসে যায়?খাঁচার ভেতর অচিন পাখি,
ক্যামনে আসে যায়?

আট কুঠুরী নয় দরজা টার,
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা..
তার উপরে সদর কোঠা,
আয়না মহল তায়...
ক্যামনে আসে যায়?

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার?
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন খানে পালায়?
ক্যামনে আসে যায়?

মন তুই রইলি খাঁচার আশে,
খাঁচা যে তোর কাঁচা বাঁশের...
কোন দিন খাঁচা পড়বে খসে,
ফকির লালন কেঁদে কয়...
ক্যামনে আসে যায়?

Comments