তোমাকে - আর্টসেল (Tomake - Artcell)

তোমাকে আলো ভেবে, চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে...
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে, তোমার আলোতে...

তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলোয় আছো তুমি আমার আঁধারে,
আর যখনই ভেবেছি বাধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে,
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে...

যেখানে স্বর্গ ভাসে, তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি...
সেই ছবিতে অন্ধ কবি আমি এক,
হাতড়ে ফিরি, আলোর সিড়ি...

তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলোয় আছো তুমি আমার আঁধারে,
আর যখনই ভেবেছি বাধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে,
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে...

Comments

  1. তখনই জেনেছি আলোয় আছো তুমি আমার আঁধারে।
    না হয়ে হবে,
    ”তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধার”
    আর
    সিড়ি না হয়ে হবে সিঁড়ি।

    ReplyDelete

Post a Comment