সোনালী সেই দিনে - শহরতলী (Sonali Sei Dine - Shohortoli)

♫♪♫
সোনালী সেই দিনে ফিরে যেতে হবে,
শুধু তোমারি আশায়...
যেনো মনে পড়ে আমার এই ছোট্ট শহরে,
শুধু তুমি ছিলে হায়...

তবে কেনো আমার সাথে করেছো অগোচরে,
ভেঙ্গেছো স্বপ্নটাকে?
তুমি হৃদয়ের সাথে খেলেছো অগোচরে
ভেঙ্গেছো মনটাকে...

রাতের আধারে, পূর্ণিমার জোছনাতে
পাশাপাশি বসে হায়, তুমি বলেছিলে
আমার এই মনটাকে
আরো কাছে পেতে চায়...

তবে কেনো আমার সাথে করেছো অগোচরে,
ভেঙ্গেছো স্বপ্নটাকে?
তুমি হৃদয়ের সাথে খেলেছো অগোচরে
ভেঙ্গেছো মনটাকে...
♫♪♫

"আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ কর..

উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে টেনে নেয়া
ঘোলাটে চাঁদ...

আমাকে আর কি বেদনা দেখাবে?
তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন
কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা...

তবু সেই পাথরের অন্তর থেকে
কেঁদে ওঠে একরাশ জলের আকুতি,
ঝর্ণার মতো নেমে জেতে চায় কিছু মাটির শরীরে...

আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ কর...
গ্রহণ কর...
গ্রহণ কর..."

♫♪♫
তবে কেনো আমার সাথে করেছো অগোচরে,
ভেঙ্গেছো স্বপ্নটাকে?
তুমি হৃদয়ের সাথে খেলেছো অগোচরে
ভেঙ্গেছো মনটাকে...
♫♪♫

Comments