এসো আমার শহরে - মেঘদল (Eso Amar Shohore - Meghdol)

আগুনের দিন গুনছে সকাল,
বাসস্টপে একা আলোর পথিক,
রাত ঝমঝম দিনের অসুখ
পুড়ছে শহর...

যে গল্পের নাম ঠিকানা
আমার কাছে আজও অজানা,
সেই গল্পে ঠায় দাঁড়িয়ে
গাইছি এ গান...

এসো
আমার শহরে
না বলা গল্পে
অহেতুক ভীড়ে...

জানি কোনোদিন ফিরে পাব না
ফিরবার গান আর কোনদিন,
মুছে ফেলো সব নাম নিশানা
আলোর পথিক...

প্রতিশোধগুলো জমা পড়ে থাক,
শূন্যডানায় গভীর বিষাদ,
ধুলোয় জলে ভিজে একাকার
অচিন শহর...

এসো
আমার শহরে
না বলা গল্পে
অহেতুক ভীড়ে...

Comments

Post a Comment