অপাপবিদ্ধ জল - মেঘদল (Opapbiddho Jol - Meghdol)

হৃদয় যাচ্ছে ভেসে অপাপবিদ্ধ জলে,
মেঘ-বাতাসের সঙ্গীত শোনা যায়...
তুমি খুলছো গোলাপ হঠাৎ কথার ছলে...
চুম্বনটুকু অধরাই থেকে যাক...
আহা!

তুমি ভাবছো আগুন কোথায় উঠবে জ্বলে,
মেঘ-জল-ফুল লুটিয়ে পড়বে পথে...
আমার বাক্যে তোমায় ধরবো বলে...
হাত পেতেছি বৃথা পদ্যের দিন...
আহা!

তুমি আঁকছো রঙ্গিন ব্যথার সবুজ আমার যাদুকর,
গোলাপ তোমার নাম রেখেছি আমার জন্মান্তর...

হৃদয় যাচ্ছে ভেসে পলকানন্দা জলে,
মেঘ বাতাসের সঙ্গীত শোনা যায়...
তুমি খুলছো গোলাপ হঠাত কথার ছলে...
চুম্বনটুকু অধরাই থেকে যাক..
আহা!


Comments