মুকুট ছাড়া রাজা - আর্বোভাইরাস (Mukut Chara Raja - Arbovirus)


মুকুট ছাড়া রাজা আমি,
নিজের মাঝে গুটিয়ে থাকি,
পথের কাঁদা পায়ে মেখে,
নিজের মনে একলা হাটি...

কত রঙের আয়নায়,
তোমায় দেখি,
কত মানুষের মাঝে ,
নিজেকে আঁকি...

ধুলোর মাঝে পুরো পৃথিবী,
হাতের মুঠোয় আকড়ে সময়,
আমার চোখের কোণে,
জলে ভাসে চেনা অচেনা প্রতিচ্ছবি...

আমি জানি না আজ আমি কে,
খুজে পাই না আমি নিজেকে...
নিঝুমে উলটো হেটে,
হঠাৎ দেখি কেউ নেই পাশে...

মুকুট ছাড়া রাজা আমি,
নিজের মাঝে গুটিয়ে থাকি,
স্বপ্নগুলো বাক্সবন্দী করে,
অন্ধকারে একলা কাঁদি...

এই গল্পের শেষটা জানা,
মাঝেরটুকু এলোমেলো,
শুরুটা মনে নেই তো,
মনে নেই নিজেকে...


আমি জানি না আজ আমি কে,
খুজে পাই না আমি নিজেকে...
নিঝুমে উলটো হেটে,
হঠাৎ দেখি কেউ নেই পাশে...


আমার আহত অনুভূতি,
আমার ই থাক,
রঙ্গীন কাগজে মোড়া,
দুঃস্বপ্ন অশ্রু রয়ে মিলায়...

আমি জানি না আজ আমি কে,
খুজে পাই না আমি নিজেকে... x2

Comments